যশোরে মাদক কারবারির যাবজ্জীবন

আরো পড়ুন

যশোরে মাদক মামলায় সেলিম হোসেন নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সেলিম হোসেন বেনাপোলের গাতিপাড়া গ্রামের সদর আলীর ছেলে। এ মামলায় খালাস পেয়েছেন নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের মাসুদ হোসেন ও তার স্ত্রী লাবনী খাতুন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৮ অক্টোবর সেলিম হোসেনকে ৭৯ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) দিলিপ কুমার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ২৮ নভেম্বর যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ