করোনাভাইরাস পরীক্ষার ২ কোটি ৬১ লাখ টাকা আত্মসাৎ মামলার অভিযোগপত্রে নাম আসার পর ওএসডি হয়েছেন খুলনার বর্তমান সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। তাকে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে খুলনার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান।
সিনিয়র সহকারী সচিব আলমগীর কবীর সাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো ইওগ
এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান খুলনার বর্তমান সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ ও সাবেক সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়েছে।

