যশোরে ডেঙ্গুতে মারা গেলেন আরও একজন

আরো পড়ুন

যশোরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে জেলাতে ভর্তি রোগী সংখ্যা ২৬১ জন। মারা গেছেন ৩ জন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে যশোর সদর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের রুমা খাতুন (৪০) নামে এক নারী। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জ্বর, ঠান্ডা, কাশিসহ ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২৫ জুলাই হাসপাতালে ভর্তি হন। ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোর জেলা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬১ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ২০০ জন, ভর্তি আছেন ৬১ জন এবং মারা গেছেন মোট ৩ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ