ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো মানসিক প্রতিবন্ধীর

আরো পড়ুন

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে (৫০) এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশনের কর্তব্যরত মাস্টার জানান, কয়েকদিন ধরে ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি এলাকায় ঘুরা ফেরা করছিল। গত রাত আড়াইটার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে তার ক্ষত-বিক্ষত মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। এরপর সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়।

রেল পুলিশের সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ