যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। এদিন প্রেসক্লাব যশোরের সকাল ১০ টা থেকে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা। ভোটার সংখ্যা ৯৬ জন।
নির্বাচন কমিশনের সদস্য সচিব আবু জাফর বাচ্চু জানান, এ নির্বাচনে ১৫ পদের মধ্যে ১২টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বাকি তিনটি সদস্য পদে প্রাথীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি প্রার্থীরা হলেন সভাপতি পদে ফজলে রাব্বি মোপাসা, সাব্বির মালিক বাবু, সহসভাপতি নূর ইসলাম, ফিরোজ উদ্দীন তোতা, শফিয়ার রহমান, ইসমাইল হোসেন, সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক পদে সেলিম হোসেন, শাহিনশা রানা, তিতাস আহমেদ, সহসাধারণ সম্পাদক পদে আবু ইসহাক বাবু, শাহরাজ আলী, কামাল আহমেদ, কামাল উদ্দীন রানা, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ আক্তার, মোয়াজ্জেম হোসেন মিন্টু, শেখ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ, রিয়াজ মাহমুদ লালন, দপ্তর সম্পাদক পদে ওয়ারেশ আলী আনসারী খাজা, সাইফুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক পদে রাহিমা খাতুন(হাফিজ), রবিউল ইসলাম রবি, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে কাসেম আলী, আবু বক্কার সিদ্দিক, কোষাধ্যক্ষ পদে মাহমুদুল ইসলাম নাসিম, শরিফুল ইসলাম শরীফ। এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সদস্যরা হলেন, মিজান চৌধুরী, জাহিদুল ইসলাম ভুইয়া ও ইস্রাফিল হোসেন।

