প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যশোরে ১৬ জন সাংবাদিকের মাঝে ১৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সভাকক্ষে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান।
অনুষ্ঠানে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান, রিমন খাঁন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাকিরুল কবির রিটন। অনুষ্ঠান সঞ্চলনা করেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।
অনুদান চেক প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান বলেন, সাংবাদিকদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। যশোরে সেই তহবিল থেকে ১৬ জন সাংবাদিক ও তাদের পরিবারক আর্থিক সহায়তা পেয়েছে।

