যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুন

খুলনার খালিশপুর থানা এলাকা থেকে যশোরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরুফে লেন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর। রোববার (২৩ জুলাই) র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পনী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন’র নেতৃত্বে আভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পনী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল আব্দুর রাজ্জাক ওরুফে লেন্টু।গত ২০০৫ সালের আসামী আব্দুর রাজ্জাক ওরুফে লেন্টু (৬০)কে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ চৌগাছা থানা পুলিশ গ্রেফতার করে এবং আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মাদক মামলা রুজু করে। বিজ্ঞ আদালত থেকে মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে।

তিনি আরও জানান, মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী আব্দুর রাজ্জাক ওরুফে লেন্টু (৬০) কে জাবজ্জীবন সাজা সহ ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে। পরে রোববার র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল আসামীকে আটক করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ