ভারতে আধা ঘণ্টায় তিনবার ভূমিকম্প

আরো পড়ুন

ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরে আধা ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এই ভূমিকম্পগুলো অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। খবর ইন্ডিয়া টুডে।

সংস্থাটি বলছে, প্রথম ভূমিকম্পটি ভোর ৪টা ৯ মিনিটে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৪টা ২২ মিনিটে। এর মাত্রা ছিল ৩ দশমিক ১। তৃতীয় ও সর্বশেষ ভূমিকম্প আঘাত হানে ভোর ৪টা ২৫ মিনিটে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

এদিকে তিনবার শহরের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে সড়কে নেমে আসে। তবে এসব ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের বিষয়টি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও নিশ্চিত করেছেন।

এক টুইটবার্তায় তিনি বলেন, আশা করি, আপনারা সবাই নিরাপদে আছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ