সিসি ক্যামেরার আর দেড়’শ মাইকের আওতায় পুরো ময়দান, রাত পোহালেই যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন

আরো পড়ুন

সিসি ক্যামেরার আর দেড়’শ মাইকের আওতায় পুরো ময়দান, রাত পোহালেই যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনপ্রায় শেষের দিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রস্তুতি পর্ব। শেষ মুহূর্তে চলছে আমন্ত্রণপত্র বিলি ও সাজসজ্জা। রাত পোহালেই বুধবার দলটির ত্রিবার্ষিক সম্মেলন। ফলে নেতাকর্মীদের ব্যস্ততার শেষ নেই।

সম্মেলন স্থল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ত্রিপলে ঢাকা। আলোর ব্যবস্থাসহ মাথার ওপরে রয়েছে দেড়শ বৈদ্যুতিক ফ্যান। বসার জন্যে সাত হাজারের বেশি চেয়ার। মঞ্চের ব্যাক স্কিন ‘এলইডি’। পুরো ময়দান থাকবে সিসি ক্যামেরার আওতায়। বক্তব্য শোনার জন্যে ময়দান এবং আশপাশ এলাকায় দেড়শ মাইক বসানো হয়েছে।  আইনশৃংখলা রক্ষায় পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবেন।

এদিক সম্মেলন হবে সুশৃংখল। আইন শৃংখলা বাহিনীর পাশাপশি স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছা সেবকরাও থাকবে প্রস্তুত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ