যশোরাঞ্চলেও দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু । প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ৯দিনে (১জুলাই থেকে ৯জুলাই) জেলায় মোট ৮০জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্ত রোগীরা জেলা ও উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ নাজমুস সাদিক তথ্য নিশ্চিত করেছেন ।
যশোর সিভিল সার্জন সূত্রে, গত ৯দিনে (১জুলাই থেকে ৯জুলাই) জেলায় মোট ৮০জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৬জন সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে দিয়েছেন। তবে এই ৮০জনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৩জন ঢাকা থেকে আগত।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রিতম চক্রবর্তি বলেন, বতমানে হাসপাতালে ৯জন ডেঙ্গু রোগী ভতি রয়েছে। এর মধ্যে পুরুষ ৭জন এবং নারী ২জন রয়েছে। তিনি আরও জানিয়েছেন, রোগীর চিকিৎসা সেবা প্রদানে কোন সমস্য হচ্ছে না। তবে বর্তমানে যে অবস্থা তাতে আগামীতে মেডিসিন বিভাগে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন হলে হাসপাতালের রেড জোন ব্যবহার করা হবে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ নাজমুস সাদিক বলেন, দ্রুত গতি যশোরের বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু মোকাবেলায় সকল ধরণে প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছি।’

