শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, যেসব নির্দেশনা মানতে হবে

আরো পড়ুন

ডেঙ্গুজ্বর আতঙ্কের মধ্যে ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

রবিবার (০৯ জুলাই) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে সারাদেশে ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ডেঙ্গু প্রতিরোধে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ এবং ভবনগুলোর মধ্যে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজননকেন্দ্র।

নির্দেশনাগুলো হচ্ছে:

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;
২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;
৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে;
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে;
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীকে অবহিত করতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ