রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
এসময় কমপক্ষে আহত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে আজিজুল ইসলামের পুত্র আলামিন মিয়া (৩৪) এবং আল আমিন মিয়ার ৪ বছরের পুত্র মাইন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং বগুড়া থেকে রংপুরগামি অনিন্দ পরিহনের সাথে একটি দ্রুতগামি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ছেলে মারা যান। এ ঘটনায় আরো ৩০-৩৫ জন গুরতর আহত হন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
বড় দড়গাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ত্রিমুখী সংঘর্ষে এনা পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চালকরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

