যশোর সদর উপজেলার লেবুতলায় বাসচাপায় একই পরিবারে ৫জনসহ ৭ যাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর কোতয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কমকতা (ওসি) তাজুল ইসলাম।
একই পরিবারে নিহত, হায়াতি (৭), হাসান (২), হোসেন (২), রহিমা (৩০) ও মাহিমা (৭০)। বাকি দুজন নিহত, যাত্রী ইমরান (২৭) ও ইজিবাইক চালক রাজিব (২৭)।
আহতরা হলেন নিহত তিন শিশুর মা সোনিয়া (৪৫), নয়ন হোসেন (৩৫) ও ফাহিমা (৬ মাস)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেবুতলা বাজারের প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৬টার সময় লেবুতলা বাজারে যশোর থেকে মাগুরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে পড়ে। ওই সময় বাসটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন; হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
যশোর কোতয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কমকতা (ওসি) তাজুল ইসলাম বলেন, একই পরিবারে ৫জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। এখনও উদ্ধার অভিযান চলছে। তিনি আরও বলেন, সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়।

