কুমিল্লায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আরো পড়ুন

কুমিল্লায় পৃথক দু’টি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনী এলাকায় বাড়ির পাশের জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশু ওই এলাকার রৌশন আলীর ছেলে আরাফাত হোসেন ( ৮) ও মনির হোসেনের ছেলে সায়েম (৭)।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

স্থানীয় নাইমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে বাবা রৌশন আলীর সাথে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। জলাশয়ের একপাশে রৌশন আলী মাছ শিকার করছিল। আরেক পাশে আরাফাত ও সায়েমও মাছ শিকারের চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা দু’জনে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, এখানে ছোট ছোট টিলা ছিল। দুর্বৃত্তরা পাহাড় কেটে গভীর জলাশয় বানিয়েছে। যার কারণে এমন ঘটনা ঘটেছে।

এদিকে, একই দিন সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরীতে উজিরদিঘিতে ডুবে আরাবি (৮) নামে এক শিশু মারা যায়।

আরাবির মামা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম বলেন, তার বোন ও ভাগ্নি আরাবি সোমবার কুমিল্লায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দীঘির পানিতে ডুবে মারা যায় আরাবি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ