রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করে যাবে: পুতিন

আরো পড়ুন

রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেইনে যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে আগের চেয়ে আরো শক্তিশালী করছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে পুতিন একথা বলেন।

জুনের শেষদিকে ভাড়াটে সেনাদল ওয়াগনারের বিদ্রোহের ঘটনার পর পুতিন কয়েকবার জনস্মুখে এলেও এই প্রথম কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

ওয়াগনারের বিদ্রোহের পরও রাশিয়ায় ক্ষমতার নিয়ন্ত্রণ যে অটুট আছে, সম্মেলনে সেই ভাবমূর্তিই তুলে ধরার চেষ্টা করেছেন পুতিন।

বিবিসি জানায়, ভারতের নেতৃত্বে এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে এসসিও সম্মেলন।

পুতিন এ সম্মেলন থেকে পশ্চিমাদের বিরোধিতা করে বার্তা দিয়েছেন। বলেছেন, “রাশিয়া সবসময়ই বাইরের এইসব নিষেধাজ্ঞা, চাপ, উস্কানি মোকাবেলা করে এসেছে এবং উন্নয়ন করে চলেছে, যেমনটি আগেও কখনও হয়নি।”

রাশিয়ার নেতৃত্বকে সমর্থন দিয়ে যেসব দেশ পাশে থেকেছে সম্মেলনে তাদেরকে ধন্যবাদ জানান পুতিন।

চীন ও রাশিয়ার মধ্যে ৮০ শতাংশের বেশি বাণিজ্য রুবল ও ইউয়ানে হয়েছে উল্লেখ করে অন্য এসসিও সদস্যদেরও একই প্রক্রিয়া অনুসরণ করার আহবান জানিয়েছেন তিনি।

এসসিও-তে রাশিয়ার মিত্র দেশ বেলারুশকে দ্রুত অন্তর্ভুক্ত করে নেওয়ারও আহবান জানিয়েছেন পুতিন।

বর্তমানে সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য দেশ হিসাবে আছে চীন, ভারত, কাজাখস্থান, কিরগিজস্থান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ