নিরপেক্ষতার প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাব: ডিএমপি কমিশনার

আরো পড়ুন

আসন্ন ঢাকা-১৭ উপনির্বাচনে নিরপেক্ষতার প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবেন বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ঢাকা-১৭ উপনির্বাচন ও বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ১০০ ভাগ গ্যারান্টি দিলাম। আপনারা ১৭ তারিখের নির্বাচন দেখেন, আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কি না। যদি না পান, তখন আমাকে বলবেন, ডিএমপি কমিশনার হিসেবে আমি নাকে খত দিয়ে চলে যাব।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ