সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

আরো পড়ুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদুল আজহার দিনসহ সারা সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই সময়ে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে।

আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকায় ঈদের দিন সকালে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বিকেলে দিকে বৃষ্টি কমে যাবে। রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথা ভারী বৃষ্টিপাত হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টি হলে হালকা, ১১-২২ মিলিমিটার মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৪৪-৮৮ ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলে।

আবুল কালাম মল্লিক বলেন, ‘এই সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হতে পারে। বাতাসে কোথাও কোথাও জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ১০০ শতাংশ থাকবে। তবে তাপপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ