নেত্রকোনায় ভারতীয় রুপিসহ দুই চোরাকারবারি আটক

আরো পড়ুন

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ভারতীয় রুপিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সন্ধ্যায় উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নারী পুরুষ দুইজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯৭ হাজার পাঁচশত ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলেন-উপজেলার লেংগুড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. আব্দুল কুদ্দুস (২৯) ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের হেলপারের স্ত্রী সাবিনা (৩৫)।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. ফিরোজ মোল্লার নেতৃত্বে একটি টহল দল ফুলবাড়ি এলাকার অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করে। ওই দিন রাতে আটককৃতদের কলমাকান্দা থানা পুলিশের নিকট সোপর্দ করে বিজিবি।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, বিজিবি’র লেংগুড়া বিওপি দুই চোরাকারবারিকে আটক করে বুধবার রাতে কলমাকান্দা থানায় হস্তান্তর করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ