আয় না থাকলেও প্রস্তাবিত নতুন বাজেটে দুই হাজার টাকা করের যে বিধান রাখা হয়েছে তা বাতিল করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের এই বাজেটে করযোগ্য আয় না থাকলেও আয়কর দেয়ার বিধান রাখা হয়। অর্থাৎ প্রস্তাব অনুযায়ী, রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র পেতে শূন্য রিটার্ন জমা (করযোগ্য আয় না দেখিয়ে রিটার্ন জমা) দিলেও দুই হাজার টাকা আয়কর দিতে হবে। তবে বাজেটে এমন বিধান রাখায় বিভিন্ন মহলে তুমুল বিতর্কের পর এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের দায়িত্বশীল ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দুই হাজার টাকা কর নির্ধারণ নিয়ে সাধারণের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। জাতীয় সংসদের অনেক আইনপ্রণেতা ও সরকারি বিভিন্ন সংস্থাও এর বিপক্ষে মত দিয়েছে। সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরো জানান, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইন বাতিল করবেন। এই আইন বাতিল হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
এমন আইন করার আগে কী ভাবনা ছিল- জানতে চাইলে তিনি বলেন, করমুক্ত আয়সীমা বাড়ার কারণে অনেক করদাতা করজালের বাইরে চলে যাবে। রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা হিসেবে টিআইএনধারীদের কাছ থেকে বছরে দুই হাজার টাকা কর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি যৌক্তিক মনে হয়েছে। তবে বিভিন্ন মহল থেকে নেতিবাচক বক্তব্য আসার পর সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে আপাতত এই বিধান বাতিলের সুপারিশ এসেছে।

