বিজ্ঞান অলিম্পিয়াডে সারাদেশে প্রথম আকিজ কলেজিয়েট স্কুলের মুন্নী

আরো পড়ুন

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছেন যশোরের ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের ছাত্রী ফাহমিদা মুন্নী।

সোমবার (১৯ জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি।

ফাহমিদা মুন্নী শার্শা উপজেলার জামতলা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং আকিজ কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

ফাহমিদা মুন্নি বলেন, সারাদেশ থেকে প্রথম হতে পেরে খুবই ভাল লাগছে। ভবিষ্যতে কলেজ ও বাবা-মায়ের মুখ যেনো উজ্জ্বল করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই।

আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামূল কাদির শামীম জানান, সারাদেশ শত শত কলেজের মধ্যে ফাহমিদা মুন্নীর এমন সাফল্যে আমাদেরকে গৌরবান্বিত করেছে। বিজ্ঞানকে জানার প্রবল আগ্রহ তাকে এমন সাফল্য এনে দিয়েছে বলে আমি মনে করি। আশা করি তার এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ