২৪ ঘণ্টায় মধ্যে আরো ভূমিকম্পের আশঙ্কা

আরো পড়ুন

সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট অঞ্চলে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কার মাঝে এ ভূমিকম্পের ভীতি কাটার আগেই আগামী ২৪ ঘন্টায় ছোট-ছোট আরও দুএকটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দিয়েছেন।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে লিখেন, ‘বাংলাদেশে আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে যে ভূমিকম্প অনুভূত হয়েছে আমেরিকান ভূ-ত্বাত্তিক অধিদফতরের তথ্য অনুসারে ভূমিকম্পটি ছিল ৫ মাত্রার ও এর উৎপত্তিস্থল সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিন-পূর্ব দিকে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ভূমিকম্পটির ভৌগলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ (24.750°N 92.042°E)।’

তিনি ফেসবুক পোস্টে আরও লিখেন, ‘সিলেট শহরের মানুষদের আগামী ২৪ ঘন্টা সতর্ক থাকার অনুরোধ করবো। ৫ মাত্রার ভূমিকম্প অপেক্ষাকৃত শক্তিশালী। ফলে আগামী ২৪ ঘন্টা ছোট-ছোট আরও ২/১টি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে যে ভূমিকম্পগুলো প্রথম ভূমিকম্পের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে সৃষ্টি হয়ে থাকে।’

বিশেষজ্ঞদের মতে, দেশে ভূমিকম্পে ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে রয়েছে সিলেট অঞ্চল।

বিশেষজ্ঞরা বলছেন, গেল কয়েক বছরের সার্বিক পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ছোট ছোট এই ভূমিকম্পগুলো যদিও বড় ধরনের কোনো বিপর্যয় ডেকে না আনলেও সতর্কবার্তা দিচ্ছে। যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় হতে পারে।

প্রসঙ্গত, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪.৫। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ