ঈদের আগে দাম কমেছে সব ধরনের মুরগির। ব্রয়লার, লেয়ার, সোনালি এবং দেশি-সব ধরনের মুরগির দাম পাইকারি ও খুচরা দুই বাজারেই কমেছে। গত মার্চ মাসে মুরগির দামে রেকর্ড ছোঁয়ার পর ধারাবাহিকভাবে কমতে কমতে প্রায় নাগালের মধ্যেই চলে আসলো। মূলত কোরবানি ঘিরে মুরগি মাংসের চাহিদা কমে যাওয়ায় এই দাম কমলো।
সোমবার খুচরা বাজারে ব্রয়লার মুরৃগির বিক্রি হয়েছে কেজি ১৮০ থেকে ১৮৫ টাকায়। আর লেয়ার বা ডিমপাড়া মুরগি বিক্রি হয়েছে কেজি ৩৪০ টাকা। সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৪০ টাকায়। আর দেশি মুরগি বিক্রি হয়েছে কেজি ৫৯০ টাকায়।
এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল কেজি ২৪০ টাকা, সোনালি মুরগি বিক্রি হয়েছিল ৩৮০ টাকায় আর দেশি মুরগি বিক্রি হয়েছিল কেজি ৬১০ টাকার ওপরে। সে হিসেবে ব্রয়লারের দাম কমেছে কেজি ৬০ টাকা, সোনালি মুরগি কমেছে ১৪০ টাকা, আর দেশি মুরগির দাম কমেছে কেজিতে ২০ টাকা।
দরের কেনো এতো ব্যবধান জানতে চাইলে কাজির দেউড়ি কাঁচাবাজারে মুরগি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, সরবরাহকারী ভ্যান গাড়ি থেকে গড়পড়তা মুরগি কিনলে আমরাও আরো কমে বিক্রি করতে পারতাম। আমরা একটু বাছাই করে কিনি বলেই দাম বাড়তি থাকে।

