ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার অনুমোদন, বদলে যাচ্ছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম

আরো পড়ুন

ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এজন্য মন্ত্রিসভার বৈঠকে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এটি যে নামে উপস্থাপিত হয়েছিল, ঠিক সেই নামেই অনুমোদিত হয়েছে।

বদলে যাচ্ছে শরীয়তপুরে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম

শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি আইনের খসড়াও অনুমোদন দেয়া হয়েছিল। খসড়া অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম হওয়ার কথা শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে এ নামটি পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর’।

আজকের মন্ত্রিসভার বৈঠকে এ সংশোধনী এনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ