ইজিবাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু

আরো পড়ুন

ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাগুরার জেলার শ্রীপুর উপজেলায় মোহাম্মাদ নজরুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ ওয়াবদা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল উপজেলার আমলসার গ্রামের মালেক লস্করের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে তিন বন্ধু লাঙ্গলবাঁধ বাজার থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। মান্দারতলা পৌঁছালে ইজিবাইকে থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের নামফলকে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান নজরুল।

শ্রীপুর থানার পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘আমলসার মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী ছিটকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই ইজিবাইকে যাত্রী ছিল তিনজন। তাদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম ইজিবাইকের বামপাশে বসেছিলেন। গতি সম্পন্ন ইজিবাইকের বামপাশের চাকা নিচু হয়ে গেলে তিনি ছিটকে পড়েন।

‘এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ