যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত গভীর রাতে বকচর হুশ তলার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আল মামুন জানান, গত ১৭ মে ভোর ৫টার দিকে ছেলে বাসায় না থাকায় পুত্রবধূকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে তাকে আটক করা হয়।
তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

