বেনাপোলে পরিবহন এজেন্সির কার্যালয়ে বোমা বিস্ফোরণ, ব্যবসায়ী আটক

আরো পড়ুন

যশোরের বেনাপোলের একটি পরিবহন এজেন্সির কার্যালয়ে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ৪টি হাতবোমা উদ্ধার ও এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ের আলিফ ট্রান্সপোর্ট এজেন্সির অফিসে এই বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় আটক করা হয়েছে স্থানীয় খড়িডাঙ্গা গ্রামের পিচ্চি লিটন ওরফে সোলা লিটনকে। তিনি মাছের ট্রাকে থাকা ককসিটের ব্যবসা করেন। পাশাপাশি আলিফ ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে পরিবহন ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর সোহেল মাহমুদ জানান, বিস্ফোরণে ট্রান্সপোর্ট ব্যবসায়ী হাবিবুর রহমানের মালিকানাধীন আলিফ ট্রান্সপোর্ট অফিসের একটি দেয়াল ধসে পড়েছে। অন্যান্য দেয়ালের অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া পাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় লিটনকে।

তিনি বলেন, “বিস্ফোরণের বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিযান চালিয়ে লিটনকে তার বাসা থেকে আটক করা হয়েছে।

লিটন আবাসিক এলাকার ভেতর একটি দোকানঘর ভাড়া নিয়ে ভারতীয় মাছের ট্রাকে থাকা কর্কসিটের ব্যবসা করতেন। পাশাপাশি তিনি আলিফ ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রাক ও ট্রেইলার ভাড়া দেওয়ার ব্যবসাও করতেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ট্রাক ও ট্রেইলারের বন্দোবস্ত নিয়ে অন্যান্য ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে লিটনের বিরোধ ছিল। এ ছাড়া কর্কসিট এবং তুষের সিন্ডিকেট ছিল লিটনের। এ নিয়ে অন্যান্য কর্কসিট ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ ছিল।

সেই ব্যবসায় আধিপত্য বজায় রাখতে লিটন অফিসে বোমা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ