যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় তিনজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে ২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
সোমবার (২৯ মে) সকালে বেনাপোল চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, গোপালগঞ্জের লোহাচুড়া গ্রামে আমজেদ মোল্লার ছেলে রনি আহম্মেদ (৪৪), একই গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও ফরিদপুরের বানেশ্বরদী গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব (৩৭)।
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে। তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেখানে ডিউটিরত কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঐ তিন পাসপোর্ট যাত্রীকে তল্লাশী করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত কাষ্টমস তল্লাশী কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে তিন যাত্রীর পায়ুপথ হতে ২০ পিস সোনার বার উদ্ধার করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৩২০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৪ লাখ।
তিনি আরো জানান, আটক তিন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে সোনা পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

