আজ শুক্রবার (১৯ মে) সন্ধ্যা সাতটায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে মঞ্চায়িত হবে ‘শয়তান’।
শব্দ থিয়েটার যশোরের আয়োজনে কাহলিল জিবরানের গল্প অবলম্বনে ‘শয়তান’ নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান।
নাট্যনুষ্ঠানে শব্দ থিয়েটারের পক্ষ থেকে শিশু সাহিত্যিক ও ‘ছোটদের সময়’ পত্রিকার সম্পাদক মামুন সারওয়ারকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, অরুণ মজুমদার, মাসউদ জামান, পিয়াশ মন্ডল, সোহেল রানা, আক্তার, সবুজ, মিখাইল, মেহেদী, প্রতীক, সানজিদা, রেজা, নিশাত, লাইটে আহাদুল কবির, মিউজিকে রিফাত, মেকাআপে স্বপন দাস। নাটকটির প্রদর্শনী মূল্য ১০০ টাকা ।

