একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গাজীপুরের মৌচাকের দুই বন্ধু। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩) ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। তারা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় জুতা কারখানায় চাকরি করতেন।
সহকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, তারা দুজন একই কারখানায় চাকরি করতেন। সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। আজ ভোর ৬টার দিকে উপজেলার মৌচাকের আইস মার্কেট এলাকায় জেনিস কারখানার বাগানে গাছে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

