স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আরো পড়ুন

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যা করার পরে স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো চৌবাড়ী এলাকার সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) ও তার স্ত্রী নূরী খাতুন (১৯)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ন‚রনবী প্রধান নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, শফিকুল পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। এর আগেও শফিকুল দুইটি বিয়ে করেছিলো। নূরী ছিলো শফিকুলের তৃতীয় স্ত্রী। রবিবার সকালে দীর্ঘ সময় পার হলেও ঘুম থেকে না ওঠায় শফিকুলের বাবা তাদের অনেক ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তার ছেলে শফিকুল তার নিজের ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ও তার পুত্রবধূর লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ