যশোরে কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে মারধর করেছেন আরতি রানী ঘোষ নামের এক নারী আইনজীবী। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
আজ বুধবার (১০ মে) সকালে ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লেখেন, রেগে গেলেন তো হেরে গেলেন। আইনজীবীদের যে হাত আর মুখ নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কথা, সেই হাত আর মুখ নিরীহ মানুষকে নির্যাতন করে কীভাবে? একজন আইনজীবী হিসেবে আমি লজ্জিত। উক্ত আইনজীবীকে শোকজ করায় ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী সমিতিকে।
এর আগে ৭ মে সকালে যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) আইনজীবী আরতি রানী ঘোষ এক রিকশাচালককে মারধর করেন। মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরা আরতি রানী ঘোষ রিকশাচালককে জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। রিকশাচালককে পৌরসভায় নিয়ে তার লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এসময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। এতে ওই নারী আইনজীবীর মন গলতে দেখা যায়নি। বরং তিনি আরো চড়াও হয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। এসময় সড়কের পথচারীরা তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

