চুয়াডাঙ্গায় এক সঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কল্পনা খাতুন (২৮) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় শহরের বেসরকারি ক্লিনিক আঁখি তারা জেনারেল হাসপাতালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকলিমা খাতুন সিজারিয়ান অপরাশন (অস্ত্রোপচার) করেন।
কল্পনা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।
জন্ম নেওয়া সন্তানদের বাবা মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ক্লিনিকে এক সঙ্গে আমার ৪ কন্যা শিশুর জন্ম হয়। জন্মের পর আমার স্ত্রীর রক্তরক্ষণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। বাচ্চাদের মাসহ ৪ সন্তানই এখন সুস্থ আছে। এখন পর্যন্ত আমার সন্তানদের নাম রাখা হয়নি।

