যশোরে দরিদ্র ও শ্রমজীবী অর্ধশত শিশুকে স্কুলড্রেসসহ শিক্ষা উপকরণ প্রদান

আরো পড়ুন

যশোরে দরিদ্র ও স্কুলে ফিরিয়ে আনা শ্রমজীবী অর্ধশত শিশুকে স্কুলড্রেস, স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ প্রদান করেছে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন (এআরকেটিএফ)।

মঙ্গলবার যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ও দানবীর হাজী মুহাম্মদ মহসিন স্কুলে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকরণ বিতরন করেন আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক মিলন রহমান, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম, নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিচুর রহমান, দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান, চাইল্ড প্রটেকশন কমিটির সদস্য শফিকুল ইসলাম তোতা, ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেয় ৭ম শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন মেঘলা, ৪র্থ শ্রেণির ছাত্র বিশাল হোসেন, ৫ম শ্রেণির ছাত্রী রিমি খাতুন প্রমুখ।

আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান জানান, ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের মাধ্যমে শিশু সুরক্ষা ও উন্নয়ন সাধন প্রকল্পের’ আওতায় যেসব শিশু ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত হয়েছিল তাদেরকে স্কুলে ফিরিয়ে এনে শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই শিশুদের পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের স্কুলড্রেস, স্কুলব্যাগসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ