রোহিঙ্গা ক্যাম্পে গুলি, গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

আরো পড়ুন

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের গুলিতে নারীসহ তিন রোহিঙ্গা আহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৬ মে) দিবাগত রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ১৩ নম্বর ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রাতে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০-২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছুড়ার ঘটনায় রোহিঙ্গারা চিৎকার করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ