পোল্যান্ডে যশোরের যুবক নিহত

আরো পড়ুন

পোল্যান্ডে সাক্ষাৎকারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আলামিন (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টার দিকে পোল্যান্ডের একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত আলামিন যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা গ্রামের আক্তারুলের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, আলামিন পোল্যান্ডে প্রবাস জীবন শুরু করেছেন তিন মাস হল। একটা ভালো চাকরির জন্য ঘুরছিলেন তিন মাস যাবত। বৃহস্পতিবার সকালে একটি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্য রওনা হলে পথে দুর্ঘটনা ঘটে। এ সময় আলামিনসহ আরও তিন বাংলাদেশি আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আলামিন মারা যান। আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে পোল্যান্ড প্রবাসী ছেলের মৃত্যু সংবাদ জানার পর থেকে কৃষক বাবা আক্তারুলসহ স্বজনদের বিলাপ করতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে শার্শার কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আমিসহ গোটা গ্রামের মানুষ শোকাহত। মৃত্যুর সংবাদ জানার পর তার পরিবারের খোঁজ নিয়েছি। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ