রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন দাদশী ইউনিয়নের ধুলদী কৃষ্ণপুর এলাকার নজের আলী খার ছেলে মিলন খা (৩০) ও হোসনাবাদের আকবর খার ছেলে ফকের (৪৫)।
ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ জানান, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে দুজন সিংগা বাজার থেকে পাচুরিয়ার সারেংবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে দাদশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাখাওয়াতের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন দুজনকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে বিকেলে মিলন খা ও ঢাকায় নেয়ার পর সন্ধ্যার দিকে ফকের মারা যান।

