যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ করা হয়েছে।
আজ শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে যবিপ্রবিরদের সাধারণ ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, যবিপ্রবির সিকিউরিটি সুপারভাইজার বাদল ও তার সন্ত্রাসী বাহিনী বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র-শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুষ্টি খাদ্য বিভাগের ছাত্রের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ওই চক্র। অবিলম্বে বাদলসহ তার সন্ত্রাসী বাহিনীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাই।

