এন্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন পল্লী চিকিৎসক

আরো পড়ুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় টিভির এন্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান পালোয়ান (৪০) নাামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের চরেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি একই গ্রামের বাসিন্দা।

ধোবাউড়া থানার পরিদর্শক তদন্ত জালাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বাসায় আসেন হাবিবুর। এসময় টিভির এন্টেনা লাগানোর চেষ্টা করলে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরো জানান, এ ঘটনায় হাবিবুরের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ