অপহরণকারী কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে চাকুসহ গ্রেফতার করেছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) সারাদিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।
আটকরা হলেন, শহরতলীর ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মৃত সুরুজের ছেলে রাব্বি (২০), শহরের শেখহাটি কালিতলা এলাকার আব্দুল কাদেরের ছেলে রায়হান ওরফে জাহিদুল (১৯), একই এলাকার মৃত বাবুর ছেলে অপূর্ব হাসান (২২), সদর উপজেলার সাতমাইল দোহরপাড়ার মৃত বাবুলের ছেলে শাকিল হোসেন (২০), শহরের জেল রোড বেলতলা এলাকার রাজু আহমেদের ছেলে দীপ আহমেদ ওরফে আরাফাত ও ঝুমঝুমপুর নিরিবিলি এলাকার আইয়ুবের ছেলে তোহিদ (৩৪)।
পুলিশ জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে আসামিরা পরিচিত ও অপরিচিত কিশোরদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছে কয়েকটি চক্র। এমন সংবাদের প্রেক্ষিতে কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম শনিবার পৃথক পৃথক অভিযান অভিযান পরিচালনা করে। এ সময় এ অপহরণ চক্রের সাথে জড়িত ছয়জনকে আটক করা হয়। এ সময় আসামিদের নিকট হতে দুইজন অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করা হয় এবং ৫টি বার্মিজ চাকু ও মুক্তিপণের ৮৪০ টাকা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, আসামিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের মধ্যে রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও দ্রুতবিচার আইনের তিনটি মামলা রয়েছে। আরাফাতের বিরুদ্ধে অপহরণ সহ ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও চাঁদাবাজির অভিযোগে তিনটি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

