যশোর পৃথক দুই হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

আরো পড়ুন

যশোর সদর উপজেলায় পৃথক ছুরিকাঘাতে নিহত দুই যুবকের হত্যা রহস্য উদঘাটন করেছে যশোর পুলিশ।

দুই ঘটনায় তিনজন আটক করা হয়েছে বলে জানান যশোর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন।

রোববার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে গৌরি রানীকে শ্রীলতাহানীর বিষয় নিয়ে লতিফ শেখের দুই ছেলে ইউসুফ ও ইউনুছ মধ্যে কোন্দল বাধে।

গত ৩১মার্চ রাত সাড়ে ৮টার দিকে ঘুরুলিয়া গ্রামে কামার মোড়ে ইউসুফ আলী ছুরিকাঘাতে আপন ভাই ইউনুছ আলী (২৪) আহত হয়। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার বেলাল হোসেন আরও বলেন, তরফ নওয়াপাড়া গ্রামের রেজাউল ইসলাম বাচ্চু ছেলে নাহিদ (১৪) সাথে জসিম উদ্দিনের ছেলে অন্তর ও মাকসুদের ছেলে ইব্রাহিম অজ্ঞাতনামা কয়েক জনের সাথে সিনিয়ার ও জুনিয়ার নিয়ে ঝগড়া হয়।

ওই দিন রাত ৯টার দিকে পূর্ববারান্দি নাথপাড়া ভৈরব নদী সংলগ্ন জনৈক হুমায়ুন ও আজাহার উদ্দিন বাবু স্বপ্নের প্লট জমির মাঝের রাস্তার উপরে  অন্তর ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা কয়েক জনের নাহিদকে ধারালো চাকু দিয়ে রক্তাক্ত করলে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার মৃত ঘোষনা করেন। এই ঘটনায় অন্তর ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আটকের অভিযান চলছে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ