চতুর্থ গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন এ সপ্তাহে শুরু হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের এ কাজ তদারক করছে।
শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ৩২ হাজার ৪৩৮ প্রার্থীর চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সহজ করার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ।
প্রতিষ্ঠানটি বলছে, এবার নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন অনলাইনে করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এটি করা গেলে অল্প সময়েই নিয়োগ পাবেন নির্বাচিত প্রার্থীরা।
এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এনামুল কাদের খান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি দেখছে। তারাই মূলত এ কাজ করেন। তারা এ সপ্তাহের মধ্যেই একটি লিংক তৈরি করে এনটিআরসিএকে দেবে। সেখান থেকে প্রার্থীরা অনলাইনে পুলিশ ভেরিফিকেশনের আবেদন করতে পারবেন। চলতি সপ্তাহে এটি শুরু করা সম্ভব বলে আশা প্রকাশ করেন এনটিআরসিএর চেয়ারম্যান।
এনামুল কাদের আরো বলেন, নির্বাচিত প্রার্থীরা যাতে অনলাইনে পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। মন্ত্রণালয় একটি অনলাইন লিংক তৈরি করে আমাদের দেবে। সেখান থেকে প্রার্থীরা যথাযথ তথ্য দিয়ে লগইন করতে পারবেন এবং প্রার্থীর দরকারি কাগজপত্র আপলোড করতে পারবেন। সেই কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষ দেখে অনলাইনে ভেরিফিকেশন করতে পারবেন।
দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলেও জানান তিনি।

