প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান।
বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা মহানগর আদালত থেকে সাইবার ট্রাইব্যুনালে যান। তবে মামলা দায়ের করার জন্য তাকে আগামী সোমবার আসতে বলেছেন আদালত।
এর আগে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেন চিত্রনায়ক শাকিব। আজ ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন।
এরপর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
এর আগে গত ২০ মার্চ রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এর পর থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়।

