অযৌক্তিক দামে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি করায় মুরগি উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার সংস্থাটির পক্ষ থেকে এক চিঠিতে এসব প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় ভোক্তা অধিদফতরের কার্যালয়ে প্রয়োজনীয় প্রমাণাদিসহ সশরীর উপস্থিত হয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মুরগির অযৌক্তিক দামের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে অধিদফতর।
ওই চার প্রতিষ্ঠান হচ্ছে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, কাজী ফার্মস লিমিটেড, প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ও সিপি বাংলাদেশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, এসব প্রতিষ্ঠানকে নথিপত্রসহ আসতে বলা হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

