যশোর প্রতিনিধি ||
মাগুরার সদরে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে (২০) ধর্ষণের ঘটনায় মূল আসামি বাকারুল ইসলাম (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২১ মার্চ) ভোর রাতে ঝিনাইদহ সদর উপজেলার ছয়ালপুটে এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম. নাজিউর রহমান।
ধর্ষণকারী বাকারুল ইসলাম মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের সলেমান মন্ডলের ছেলে।
কমান্ডার এম. নাজিউর রহমান জানান, বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবতী তার বাবা-মা ও বড় বোনের সাথে মাগুরা সদর এলাকায় বসবাস করে আসছেন। আসামী বাকারুল ওই যুবতীর প্রতিবেশী হওয়ায় গত ২১ ফেব্রুয়ারি তারিখে ওই বুদ্ধি প্রতিবন্ধী যুবতীর বাড়িতে সবাই কাজের তাগিদে বাড়ির বাইরে থাকায় সুযোগ বুঝে ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই যুবতীর ডাক-চিৎকারে তার মা ও বোনসহ আশেপাশের লোকজন বাড়িতে আসলে আসামী বাকারুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীর বড় বোন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি ধর্ষণ মামলা রুজু করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার ছয়ালপুটে এলাকায় অভিযান পরিচালনা করে বাকারুল ইসলামকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীতে আসামী বাকারুলকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগো/আরএইচএম

