আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ব্যাংক ব্যবস্থায় অচলাবস্থার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা সৃষ্টি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (২০ মার্চ) জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর কমেছে ২ ডলার ৩২ সেন্ট বা ৩.২ শতাংশ। এখন প্রতি ব্যারেল তেলের দর স্থির হয়েছে ৭০ ডলার ৬৫ সেন্টে।
এর আগে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ব্রেন্টের চুক্তি মূল্য নেমে যায় ৭০ ডলার ৫৬ সেন্টে। ২০২১ সালের ডিসেম্বরের পর যা সবচেয়ে কম। গত সপ্তাহে বেঞ্চমার্কটির দাম কমে ১২ শতাংশ।
যুক্তরাষ্ট্রে বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী হয়েছে ২ ডলার ১৫ সেন্ট বা ৩.২ শতাংশ। ব্যারেলপ্রতি তেলের দাম স্থির হয়েছে ৬৪ ডলার ৫৯ সেন্টে।
এর আগে ডব্লিউটিআইয়ের দর নেমে যায় ৬৪ ডলার ৫১ সেন্টে। ২০২১ সালের ডিসেম্বরের পর এটা সর্বনিম্ন। গত সপ্তাহে জ্বালানি তেলের বেঞ্চমার্কটির চুক্তি মূল্য হ্রাস পায় ১৩ শতাংশ।
এদিকে ক্রেডিট সুইসকে কিনে নিয়েছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। ব্যাংকিং ব্যবস্থায় অচলাবস্থা নিরসনে তারা এ পদক্ষেপ নেয়। তবুও সংকট কাটেনি। এ কারণে জ্বালানি তেলের মূল্য কমেছে।

