জুয়া খেলা অবস্থায় ২০ জন হাতেনাতে ধরা

আরো পড়ুন

রাজধানীর রামপুরা থানার তালতলা মার্কেটের পাশে একটি স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ২০ জনকে হাতেনাতে আটক করেছে রামপুরা ও খিলগাঁও থানার যৌথ টিম।

গ্রেফতারকৃতরা হলো, সাইদুল ইসলাম, আমান উল্লাহ আমান, শরিফ, ওয়াসিম উদ্দিন ওরফে সাইফুল, সাগর আহমেদ, সুমন মিয়া, রুবেল, হক মিয়া, মকসুদ, মোস্তফা হোসেন, স্বপন, জসিম সরদার, নির, লাট মিয়া, জাফর সরদার, কামাল হোসেন, বাদশা মিয়া, ইয়াছিন বেপারী, খোকন ও হানিফ ঢালী।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানের জানান, কয়েকদিন ধরে জুয়ার আসর বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল একটি দল। খবর পেয়ে তৎপর হয় রামপুরা থানা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয়।

অভিযানে ১৮ জনকে জুয়া খেলায় লিপ্ত আর দুজনকে বাড়ি পাহারায় থাকতে দেখা যায়। পরে তাদের সবাইকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার কার্ড ও টাকা। এ কাজের মূল হোতা টিক্কা জাহাঙ্গীর এবং সায়েম। তবে জুয়ার বোর্ড পরিচালনা করতো আমান। এই আমান জুয়ার বোর্ড থেকে টাকা তুলে আশ্রয়দাতাদের মাঝে মাসোহারা দিতো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ