যশোরে চাঁদাবাজির অভিযোগে ৩ জন ধরা

আরো পড়ুন

যশোরে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, মামুন হোসেন (১৯), সুজন খা (২০), ও রাশেদ খা (২১)।

সদর উপজেলার কচুয়া ভাঙ্গা ব্রীজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটক মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের, সুজন নওয়াপাড়া রোডের ও রাশেদ খালধার রোডের বাসিন্দা।

এঘটনায় ভুক্তভোগী শহরতলির শেখহাটির আরাফাত জামান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

বাদী তার অভিযোগে জানায়, আসামি তারা তার কাছে আগের থেকে চাঁদা দাবি করে আসছিলো।

রবিবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে বাদী তার ভাইকে নিয়ে যশোর শহরে আসার জন্য রাজারহাট মোড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় আসামিরা বাদী ও তার ভাইকে কচুয়া ব্রীজের কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা আরাফাতের পকেটে থাকা ১১ হাজার টাকা তুলে নেয়।

এসময় বাদীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে মামুন ও সুজনকে আটক করে। খবর দিলে পুলিশ তাদের আটক করে। পরে খালধার রোড থেকে রাতেই রাশেদকে আটক করে পুলিশ। অপর একজনের নাম আরাফাত পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ