যশোরের শার্শা, কেশবপুর ও বাঘারপাড়া উপজেলায় কেউ গৃহহীন নেই। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যশোরের এই তিনটি উপজেলা শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
তিনি আরো জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে ভূমি ও গৃহহীনদের ঘরবাড়ি দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা। এজন্য যেখানেই সরকারের খাস জমি রয়েছে; সেগুলো উদ্ধার করে করা হচ্ছে বাড়ি। আর যেসব জায়গায় পর্যাপ্ত জমি নেই, সেখানে কেনা হচ্ছে জমি। শুধু তাই নয়, প্রভাবশালীদের অবৈধ দখলে করা খাসজমি উদ্ধার করে আশ্রয়ণের ঘর নির্মাণ করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এভাবে বিভিন্ন খাস জমি দখল করে যশোরে এক হাজার ৭৬১টি বাড়ি উপহার হিসাবে দেয়া হয়েছে ভূমিহীন ও অসহায়দের মাঝে। এছাড়া আগামী ২২ মার্চ এই প্রকল্পের চতুর্থধাপে জেলায় ৩৩৩টি পরিবারের মাঝে ভূমিসহ ঘর দেয়া হবে। এর মধ্যে কেশবপুরে ৪৫টি ঘর, শার্শায় ৪৬টি ও বাঘারপাড়ায় ৪৯টি জমিসহ ঘর দেয়া হবে। এই ১৪০টি পরিবারে ঘর দেয়ার মধ্যে দিয়ে তিনটি উপজেলা শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যশোরের এই তিনটি উপজেলা শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেভিনিউ) ডা. কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু নাছির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।

