নড়াইলে ১৩ মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

আরো পড়ুন

 

নড়াইলে ১৩ মামলার আসামি সাগর দাস (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

রবিবার (১৯ মার্চ) দিবাগত রাতে জেলার সদর থানার রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন।

সাগর দাস নড়াইল সদর উপজেলার কুড়িগ্রামের মৃত বসন্ত দাসের ছেলে। পেশায় ভ্যানচালক হলেও তিনি একজন পেশাদার মাদক কারবারি। তার নামে নড়াইল সদর থানায় ১২টি মাদক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।

ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গোপনে সংবাদ পেয়ে রোববার রাতে সদর থানার রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ