ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাদের উদ্ধারের পরে পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেওয়ার পরে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপসহকারী-পরিচালক শিপলু আহম্মেদ।
তিনি বলেন, কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল গাড়িতে। যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছে। বাসের সামনের দিকের যাত্রীদের মৃত্যুর সংখ্যা বেশি। এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।
জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন।
এদিকে আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে আরো দুইজন মারা গেছে বলে একটি সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিবচরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
জাগো/আরএইচএম

